তারাপীঠের মন্দিরে গিয়ে পুজো দিলেন অভিষেক

রামপুরহাটের কর্মসূচির পর সভা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠের মন্দিরে গেলেন পুজো দিতে।

Must read

প্রতিবেদন : রামপুরহাটের কর্মসূচির পর সভা শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠের মন্দিরে গেলেন পুজো দিতে। অভিষেক আসছেন খবর পেয়েই হাজার হাজার মানুষ ভিড় করে অপেক্ষা করতে থাকেন কখন আসবেন তাঁদের প্রিয় নেতা। অভিষেক আসবেন বলে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল। তাতে মন্দিরে ঢোকার রাস্তার দু’ধারে সার দিয়ে দাঁড়িয়ে পড়েন সাধারণ মানুষজন ও মন্দিরে আসা ভক্তেরা।

আরও পড়ুন-হেড ও স্মিথের সেঞ্চুরি, চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

অভিষেক তাঁদের হাতজোড় করে প্রতি নমস্কার করেন। তারপর মন্দিরের সেবাইত ও পুরোহিতদের সঙ্গে ভেতরে ঢুকে পুজো দেন। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং চামচে করে পরমান্ন তুলে দেন মায়ের মুখে। পুজো দিয়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত হাজার হাজার মানুষ ওঁকে দেখবার জন্য রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকেন। অভিষেক ওঁদের উদ্দেশে হাত নাড়েন, কখনও গাড়ি থামিয়েও উপস্থিত মানুষদের প্রতি নমস্কার জানান।

Latest article