প্রতিবেদন : এবার মিশন ত্রিপুরা। আগামী ৬ ফেব্রুয়ারি ত্রিপুরা সফরে যাচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট ত্রিপুরায়। তার আগে প্রচারে ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৪ জানুয়ারি মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেখানে দলের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। শনিবার বিধাননগরে সাংবাদিকদের আয়োজিত বনভোজনে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। নিজের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন সকলের সঙ্গে।
আরও পড়ুন-দিল্লিতে জীবন সিং? বাংলা ভাগের গভীর চক্রান্ত
লক্ষ্য উত্তর-পূর্ব। মেঘালয়-ত্রিপুরায় নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা ও মেঘালয়ে প্রচারে এবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আগামী ৬ ফেব্রুয়ারি ত্রিপুরা যাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন। পরদিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি নেত্রী সেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রিপুরা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা-মেঘালয়ে নির্বাচনে এক ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-দিনের কবিতা
দু’দিন আগেই মেঘালয়ের প্রত্যম্ত অঞ্চল তুরা লোকসভা কেন্দ্রের মেন্দিপাথারে সভা করেছে তৃণমূল কংগ্রেস। মেঘালয় এবার পরিবর্তন চাইছে। ত্রিপুরাও একই পথের পথিক। দুই রাজ্যই বলছে, এবার পরিবর্তন চাই। সব মিলিয়ে উত্তর-পূর্বের আসন্ন নির্বাচনে একাই চোখে চোখ রেখে লড়বে তৃণমূল কংগ্রেস। মেঘালয় ও ত্রিপুরার দুই রাজ্যেই ৬০ আসনের বিধানসভা নির্বাচনে নিজেদের দমেই লড়বে তৃণমূল কংগ্রেস।