প্রতিবেদন: বাজেট বিতর্কে তৃণমূল কংগ্রেসের তরফে সংসদে প্রথমে বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারই লোকসভায় বাজেট বিতর্কে অংশগ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুলে ধরবেন মোদি সরকারের কার্যকালে বাংলার বঞ্চনার ইতিবৃত্ত৷ রাজ্যসভায় বাজেট বিতর্কে অংশগ্রহণ করবেন তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব এবং সাকেত গোখেল৷ তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদ মোদি সরকারকে তুলোধোনা করেছেন ইতিমধ্যেই৷
আরও পড়ুন-লোক হাসালেন প্রধানমন্ত্রী
লোকসভায় দুই বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং কাকলি ঘোষ দস্তিদার। সরব হয়েছেন রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং তাঁর দুই সতীর্থ সাংসদ সাগরিকা ঘোষ ও প্রকাশ চিক বরাইক। এই প্রসঙ্গেই আরও ধারালো হতে পারে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ। মোদি সরকারের বিগত ১১ বছরের কার্যকালে বারবার সাধারণ বাজেটের নামে কীভাবে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, তার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেই কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে চেপে ধরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।