হাওড়ায় উৎসবের মরশুমে মানুষের পাশে যুব তৃণমূল কর্মীরা, চালু ‘অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপ’

Must read

হাওড়ায় যুবনেতা কৈলাস মিশ্রর উদ্যোগে উৎসবের মরশুমে অভিষেকের দূত হিসেবে মানুষের পাশে থাকছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বুধবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ‘অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপ’ (abhisheker doot durga puja app) শীর্ষক একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান ও মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি, বিধায়ক ও হাওড়া সদর মহিলা তৃণমূলের সভানেত্রী নন্দিতা চৌধুরি, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র সহ দলের আরও অনেকে।

আরও পড়ুন- মৃতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা, সিইএসসি না দিলে রাজ্য দেবে চাকরি : মুখ্যমন্ত্রী

যেকোনও অ্যানড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি (abhisheker doot durga puja app) ডাউনলোড করা যাবে। এই অ্যাপে হাওড়া সদরের ৮টি বিধানসভা এলাকার পুজোর বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য, নিকটবর্তী থানা, দমকল অফিসের ফোন নাম্বার, কোন মণ্ডপে কেমন ভিড় রয়েছে, কিভাবে মন্ডপগুলিতে যেতে হবে সেসবই পুঙ্খানুখ তথ্য থাকছে। সেইসঙ্গে বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট কয়েকজন যুব তৃণমূল কর্মীদের নাম ওফোন নাম্বারও দেওয়া থাকছে। পাশাপাশি মোট ১৮০ জন ‘অভিষেকের দূত’ হিসেবে নিযুক্ত যুব তৃণমল কর্মীদের নাম ও ফোন নাম্বারও দেওয়া থাকছে। তাঁরা কে কে কোন মন্ডপ চত্বরে মানুষের পাশে থেকে সাহায্যের জন্য নিযুক্ত থাকবেন তাও উল্লেখ থাকবে এই অ্যাপে। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, ‘ষষ্ঠীর দিন থেকে আমাদের এই পরিষেবা চালু হবে। দুর্গাপুজোর পরেও কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো, বড়দিন সহ সমস্ত উৎসবের সময়েই যুব তৃণমূলের ওই কর্মীরা অভিষেকের দূত হিসেবে মানুষের পাশে হাজির থাকবেন। আমরা গত ৩ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছি। এবারই প্রথম এই সংক্রান্ত মোবাইল ফোনের অ্যাপটি চালু করা হল। অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপে ক্লিক করলেই যে কেউ এই পরিষেবা পাবেন। বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশুরা কোনও সমস্যায় পড়লে এখান থেকে আমাদের যুব তৃণমূল কর্মীদের সঙ্গে সরাসারি যোগাযোগ করতে পারবেন। অভিষেকের দূত হিসেবে তাঁরা সবসময় মানুষের পাশে থাকবেন। পুরো বিষয়টিতে আমরা সবসময় নজরদারি চালাবো।’

এই অ্যাপের সূচনা করে মন্ত্রী অরূপ রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকতে বলেন। সেই আদর্শেই উদ্বুদ্ধ হয়ে হাওড়া সদর যুব তৃণমূলের কর্মীরা অভিষেকের দূত হিসেবে উৎসবের মরসুমে সবসময় মানুষের পাশে থাকবে। যা সত্যিই একটা প্রশংসনীয় উদ্যোগ।’

Latest article