আজ সোমবার তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, “কালকে আমার কাছে একটা মেসেজ এসেছে, ভোটের আগে অভিষেককে গ্রেফতারের করা হবে।” যদিও কে তাঁকে মেসেজ করেছে তাঁর নাম স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। এছাড়াও লিপস অ্যান্ড বাউন্ডসে তদন্ত নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-‘সিসিটিভি ওখানে লাগানো হবেই’ মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সোমবার মেয়ো রোডের জনসভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক সরকার দেখেছি, কিন্তু এরকম প্রতিহিংসা পরায়ণ সরকার দেখিনি।” তিনি জানান, অভিষেক কলকাতা ফেরার পরই সক্রিয় হয়েছে ইডি। এছাড়াও তিনি বলেন, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চলাকালীন সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে দিয়েছে ইডি। তবে তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন ওই ফাইল ডাউনলোড করা হয়েছিল তা আমরাও জানতে পেরেছি। ইতিমধ্যেই তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে।”
একই বক্তব্য শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, “আমি যেদিন ফিরলাম। তার পরের দিন ইডিকে পাঠিয়েছে রেড করতে। তল্লাশি করেছে তার সঙ্গে সঙ্গে ষোলাটা ফাইল কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। আমি বলছি এই ফাইলটাই যদি কয়েকদিন পর ইডি–সিবিআই পেত তাহলে এই সংবাদ মাধ্যম বলত অভিষেকের অফিস থেকে কলেজের লিস্ট পাওয়া গিয়েছে। আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ থাকে ইডি–সিবিআই নয়, ফাঁসির মঞ্চ করো। প্রাণ দেবো।”