তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) জন্মদিনে থ্রিডি রঙ্গোলি পোট্রেটের শুভেচ্ছা। ২০,০০০ বর্গফুটের সেই থ্রি-ডি রঙ্গোলি প্রতিকৃতি গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতি এই শ্রদ্ধাঞ্জলি।
দলীয় নেতৃত্বের তরফে শ্রদ্ধা অর্পণ করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আমরা সম্মানিত বোধ করছি যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) ২০ হাজার বর্গফুটের থ্রিডি রঙ্গলি পোট্রেট স্থান করে নিয়েছে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ডে। দাদার জন্মদিনের শুভেচ্ছায় লেখা হয়েছে, আপনার যাত্রা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে অভিমন্যু তিওয়ারি ও তরুণ শা-এর নেতৃত্বাধীন জগদ্দল টাউন তৃণমূল যুব কংগ্রেসের এমন একটি উদ্ভাবনী চিন্তাভাবনা করেছে এবং সময়োপযোগী বাস্তবায়ন ঘটিয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হচ্ছে রাজ্যজুড়ে। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং অনুপ্রেরণাদায়ক পথচলায় শামিল হয়ে সবাই তাঁকে শুভেচ্ছা জানাতে উৎসাহী। এই বিশেষ দিনে শিল্পী শিখা শর্মা ও তাঁর দল মিলে তৈরি করেছেন সাংসদের এক বিশাল ত্রিমাতৃক প্রতিকৃতি, যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের মতোই অনন্য এক শ্রদ্ধার্ঘ্য।
আরও পড়ুন-জন-গণ-মন: রবি ঠাকুরকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

