প্রতিবেদন : এক জনদরদি জনসেবকের উজ্জ্বল উদাহরণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! তাঁর মানবিক পদক্ষেপ ফের একবার বাংলার রাজনীতিতে মানবসেবার নজির হয়ে রইল। মুর্শিদাবাদের বড়ঞার ক্যানসার আক্রান্ত পঙ্কজ ঘোষের পাশে দাঁড়ালেন অভিষেক। পঙ্কজ ঘোষের চিকিৎসার খরচ তিনি তুলে দিলেন স্থানীয় দলীয় নেতৃত্বের মাধ্যমে।
আরও পড়ুন-আবাস : জারি ১১ দফা নির্দেশিকা
বড়ঞার মাজিয়ারা গ্রামের পঙ্কজ ঘোষ। ক্যানসার আক্রান্ত রোগীকে নিয়ে সমস্যায় পড়েছিল পরিবার। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ফলে আর্থিক সংকট তৈরি হয়েছিল। উন্নত চিকিৎসার প্রয়োজন। সংসারের খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। পঙ্কজ ঘোষের স্ত্রী নিয়তি ঘোষের মৃত্যুর পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এই সময়ে দেবদূতের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিষেক। তিনি স্থানীয় তৃণমূল নেতাদের মাধ্যমে পাঠালেন সাহায্য। সেই সাহায্যেই গভীর সংকট থেকে রক্ষা পান পঙ্কজ ও তাঁর পরিবার। বড়ঞার তৃণমূল নেতা মাহে আলমের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক সাহায্য পৌঁছয় ঘোষ পরিবারের কাছে। নগদ অর্থ এবং বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সাহায্য পেয়ে চোখে জল ৬৫ বছর বয়সি ক্যানসার আক্রান্ত পঙ্কজ ঘোষের।
অভিষেকের এই সাহায্য শুধুমাত্র এক ব্যক্তির জন্য নয়, সমাজের একটা বড় অংশের কাছে সামাজিক বার্তা প্রেরণ করে। এই সাহায্য রাজনৈতিক প্রচারের জন্য নয়, এটি মানবতার এক নজির। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। তাঁর দলের সেনাপতি মানবিকতা সেই বিবেকবান মনোভাবেরই পরিচয় রাখলেন। পঙ্কজ ঘোষের পরিবারের সামনে এখন কিছুটা হলেও আশার আলো দেখা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সাহায্য শুধু তাঁর আর্থিক সমস্যা দূর করেনি, তাঁকে মানসিক ভরসাও জুগিয়েছে। কঠিন সময়ে একটি নতুন অধ্যায় রচনা করেছে।