উৎসবে হাওড়ার মানুষের পাশে ‘অভিষেকের দূত’

এদিন এই কর্মযজ্ঞের সূচনা করলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র।

Must read

সংবাদদাতা, হাওড়া : উৎসবের মরসুমে মানুষের পাশে থাকতে আসরে নেমে পড়লেন হাওড়ার যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। ‘অভিষেকের দূত’ নামে বুধবার থেকে কাজ শুরু করে দিলেন মধ্য হাওড়ার যুব তৃণমূল কর্মীরা। এদিন এই কর্মযজ্ঞের সূচনা করলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। । এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। হাওড়া সদরের প্রতিটি বিধানসভা এলাকার ১০০ জন করে যুব তৃণমূল কর্মীদের নিয়ে এই দল তৈরি করা হয়েছে। তাঁরা সবাই ‘অভিষেকের দূত’ লেখা গেঞ্জি পরে উৎসবের দিনগুলিতে মানুষকে সাহায্যের জন্য রাস্তায় থাকবেন।

আরও পড়ুন-সম্মুখসমরে ইরান-ইজরায়েল নেতানিয়াহুর পাশে আমেরিকা

পুজোর দিনগুলো ছাড়াও দীপাবলী, ছটপুজো, জগদ্ধাত্রী পুজোর সময়ও মানুষের পাশে থাকবে ‘অভিষেকের দূত’। গত বছরেও কৈলাস মিশ্রের নেতৃত্বে যুব তৃণমূল কর্মীরা উৎসবের মরসুমে ‘অভিষেকের দূত’ হিসেবে মানুষের পাশে ছিলেন। এবারও ঠিক একইভাবে হাওড়া সদরের প্রতিটি বিধানসভা এলাকাতেই তাঁরা মানুষের পাশে থাকবেন। কৈলাস মিশ্র জানান, হাওড়া সদরের প্রতিটি বিধানসভাতেই উৎসবের দিনগুলিতে অভিষেকের দূত হিসেবে রাস্তায় থাকবেন যুব তৃণমূল। কারও কোনও সমস্যা হলে আমরা তৎক্ষণাৎ তাঁদের সাহায্যে এগিয়ে যাব। এ ছাড়াও পথচারীদের হাতে তুলে দেওয়া হবে পানীয় জল। মহালয়ার দিন থেকে আমরা এবার কাজ শুরু করলাম। বন্যাবিধ্বস্ত আমতার মানুষের পাশেও দাঁড়িয়েছিল অভিষেকের দূত।

 

Latest article