আজ বীরভূমে অভিষেকের সভা

শেষপর্বের প্রস্তুতি দেখে গেলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও তৃণমূল জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ঐতিহাসিক জনসভা হতে চলেছে রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে। শেষপর্বের প্রস্তুতি দেখে গেলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও তৃণমূল জেলা চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দিনের কবিতা

পরিদর্শন শেষে কাজল বলেন, মঙ্গলবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেন শুনতে মুখিয়ে রয়েছেন কর্মী-সমর্থকরা। ওঁর বার্তা আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনের জয়ের রাস্তা প্রশস্ত করে দেবে। অভিষেক যে বার্তা দেবেন, আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তা পৌঁছে দেব। জেলা নেতৃত্বের অনুমান, বিনোদপুর মাঠ কয়েক লক্ষ মানুষে ভরে যাবে। কড়া পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে বিনোদপুর মাঠ-সহ গোটা এলাকা।

Latest article