আজ রবিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi) তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। সামনেই পঞ্চায়েত তাই হাতে সময় খুব কম। সাগরদিঘিতে প্রচারে গিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-‘রাম-বাম চোরে-চোরে মাস্তুতো ভাই’ সাগরদিঘি থেকে বিরোধীদের নিশানা অভিষেকের
সাগরদিঘি থেকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিড়ি শ্রমিকদের হয়ে বলেন, ‘এখানে অনেক বিড়ি শ্রমিক রয়েছেন যারা বিড়ি বাঁধার কাজ করেন। ৯০০ বিড়ি বাঁধলে ১৬৫ টাকা আর এক হাজার বিড়ি বাঁধলে ১৭৮ টাকা পান। আমি দেখছি এই টাকা কীভাবে বাড়ানো যায়। ভোটের পর দেখব বিষয়টি। ৯০০ বিড়ি বাঁধলে ২৩০ টাকা পাওয়া যায় আমি সেই ব্যবস্থা করব।’
আরও পড়ুন-প্রয়াত বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এদিন তিনি ১০০ দিনের টাকা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ‘১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কেন বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র, অধীর চৌধুরীকে একবারও বলতে শোনা যায়নি। একটা বুথেও তৃণমূল হারলে, সেটা হবে মীরজাফরের বুথ’।
এরপরেই অভিষেক বলেন, “আমি আপনাদের পরিস্থিতির কথা জানি”। বিড়ি শ্রমিকদের মজুরির সমস্যার কথাও যে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জানেন, একথা শুনে অবাক হয়ে যান সাগরদিঘির মানুষ।
২৭ তারিখ সাগরদিঘির উপনির্বাচন। তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস ও বিজেপি প্রার্থী দিলীপ সাহা। ভোট গণনা ৩ মার্চ।