প্রতিবেদন : অপরাজিত থেকে আই লিগ টু-এ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। উচ্ছ্বসিত ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দলকে অভিনন্দন জানিয়ে অভিষেকের বার্তা, এই সাফল্য গৌরবের গল্প। এক্স হ্যান্ডলে সাংসদ লিখেছেন, ‘‘কলকাতা লিগের প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন, আই লিগ থ্রি চ্যাম্পিয়ন থেকে এখন আই লিগ টু চ্যাম্পিয়ন।
আরও পড়ুন-বাংলাদেশের জন্য নতুন ট্রাভেল অ্যাডভাইজারি জারি আমেরিকার
আনুষ্ঠানিকভাবে আই লিগে উন্নীত হয়েছে। এটি দৃঢ়তা, অধ্যাবসায় এবং উন্নতি ও গৌরবের গল্প। আমাদের অসাধারণ খেলোয়াড়, প্রধান কোচ এবং সমগ্র কোচিং স্টাফেদের অক্লান্ত পরিশ্রম, সমর্থন রয়েছে এই সাফল্যের পিছনে। দলের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন যারা এই স্বপ্নপূরণের মিশনে তাদের হৃদয়, ঘাম এবং আত্মাকে নিয়োজিত করেছে। অভিষেক আরও লিখেছেন, ‘‘আমাদের উৎসাহী সমর্থকদের কথাও বলতে হয়। আপনাদের অটল বিশ্বাস আমাদের সবচেয়ে বড় শক্তি। এই জয় কেবলমাত্র একটি জয় নয়, এটি প্রতিটি প্রতিশ্রুতিমান এবং উচ্চাকাঙ্ক্ষী ফুটবলারের জন্য আশার আলো। বড় স্বপ্ন দেখুন, নিরলসভাবে কাজ করুন এবং কখনও বিশ্বাস হারাবেন না। যাত্রা সবে শুরু।’’