গান্ধীজয়ন্তীতে ঐক্যের বার্তা অভিষেকের, চুপ থাকবেন না, একজোট হন

অহিংসা ও সাম্যের মন্ত্রে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে একতার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : অহিংসা ও সাম্যের মন্ত্রে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে একতার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার গান্ধীজয়ন্তীতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতের একতাকে পদদলিত করছে বিভাজনকারী শক্তি। তার বিরুদ্ধে দেশের একতা বজায় রাখতে চুপ থাকলে হবে না, একজোট হতে হবে।

আরও পড়ুন-ছবি ছেপে বিপাকে সিপিএম

মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে অহিংসার পথে চলা জাতির জনকের সাম্যের বার্তা স্মরণ করিয়ে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, গান্ধীজয়ন্তীর পুণ্যলগ্নে, জাতির জনকের প্রতি শ্রদ্ধায় অবনত হই। মহাত্মা গান্ধী সত্য, অহিংসা ও সাম্যের পক্ষে অবস্থান নিয়েছিলেন। গান্ধীজির সেই নীতি আজ পদদলিত সেই মানুষদের কাছে, যারা বিভাজনে উদ্যত। সেই বিভাজনকারী শক্তি বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে। এভাবেই তিনি দেশের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
তাঁর কথায়, আজকের দিনে, আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই চুপ না করে থাকার। আমাদের সঙ্ঘবদ্ধ হতে হবে সেই নীতির কারণে, যার জন্য এগিয়ে এসেছিলেন গান্ধীজি এবং তৈরি করেছিলেন এমন এক ভারত, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ঐক্য ও সাম্যের নীতিকে তুলে ধরে।

Latest article