নতুন বছরের শুরু সবসময়ই নতুন আশার সঞ্চার করে। সেই আশার বার্তা দিয়ে নতুন বছরের সকালে শুভেচ্ছা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি জানান, ২০২৫-কে স্বাগত জানাতে আসুন আমরা আশা ও প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যাই। প্রতিটা নতুন বছর একটা নতুন শুরুর সুযোগ তৈরি করে দেয়, এমন একটি পথের নকশা এনে দেয় যা সাহসিকতা, সহানুভূতি এবং উদ্দেশ্য দ্বারা পরিচালিত।
আরও পড়ুন- আক্রান্ত গ্রামবাসীদের পাশে তৃণমূল কংগ্রেস
কেমন প্রত্যাশা নিয়ে নতুন বছরে এগিয়ে যাওয়ার কথা ভাবব আমরা, তা সুন্দরভাবে তুলে ধরেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, আসুন নতুন বছরে আমরা প্রতিকূলতাকে জয় করি, সৌহার্দ্য ছড়িয়ে দিই এবং হাতে হাত রেখে সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আশা রাখি আমরা একতাতেই শক্তি খুঁজে পাব, হৃদয়ে করুণা অনুভব করব এবং প্রত্যেক পরীক্ষার মুখে স্বাভাবিক প্রাণোচ্ছ্বলতা আসবে।
নতুন বছরের শুরুতে প্রত্যেক ব্যক্তি থেকে গোটা রাজ্যের মানুষের জন্য অভিষেকের (Abhishek Banerjee) প্রার্থনা, এক অর্থবহ উন্নয়ন, সকলের আনন্দ এবং অফুরন্ত সুযোগের এক নতুন বর্ষের প্রতি।