আজ বহরমপুরে অভিষেকের রোড শো

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো দাবি তুলছেন।

Must read

কখনও তিনি র‍্যাম্পে ‘ভূত’দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো দাবি তুলছেন। ‘আবার জিতবে হামলা কর্মসূচি’তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শনিবার পৌঁছে যাচ্ছেন মুর্শিদাবাদের বহরমপুরে। অন্যান্য জেলায় জনসভা হলেও এখানে আজ পদযাত্রারোড শো করবেন তিনি। বাংলা বলায় ভিনরাজ্যে বারবার আক্রান্ত বাঙালি। মুর্শিদাবাদের যুবকের মৃত্যুতে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে বেলডাঙ্গা। এই আবহে আজ অভিষেক বিশেষ কোন বার্তা দেবেন কি, অপেক্ষায় মুর্শিদাবাদবাসী।

আরও পড়ুন-অমর্ত্যর ‘ভারতরত্ন’ নথি লাগবে নাকি ? শুনে বিব্রত কমিশন আধিকারিকরা

নির্বাচন কমিশনের (ECI) প্রকাশিত খসড়া ভোটার তালিকাকে কটাক্ষ করে আগামী নির্বাচনে বিজেপিকে (BJP) কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক। তিনি যে কথা দিয়ে কথা রাখেন তার প্রমাণ বাংলা বারবার পেয়েছে। তাই অভিষেকের বক্তব্য শুনতে ‘রণসংকল্প সভা’য় রেকর্ড ভিড়। এর আগে উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো করেছিলেন তিনি। এবার শনিবার বহরমপুরের অভিষেকের কর্মসূচির খবরে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Latest article