প্রতিবেদন : পরপর দু’দিন টানা মেঘালয়ে প্রচারে ঝড় তুলবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার তুরায় প্রথমে একটি রোড-শো ও জনসভা করবেন দলীয় প্রার্থীদের সমর্থনে। আজ বেলা ৩.৩০টায় হাওয়াখানা পেট্রোল পাম্প থেকে তুরা বাজার পর্যন্ত রোড-শো হবে। এরপর বিকেল ৪.৩০-এ তুরা বাজারে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন অভিষেক। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে দুটি জনসভা। প্রথমটি সকাল ১১টায় দক্ষিণ পশ্চিম গারো হিলসের বেতাসিং আমপাতিতে। দ্বিতীয় জনসভাটি হবে গারো হিলসের উইলিয়ামনগরের রোঙ্গিনগিরি প্লে গ্রাউন্ডে। বেলা ১টায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রচারকে কেন্দ্র করে মেঘালয়ের স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।
আরও পড়ুন-২০৩ ঘণ্টা পরেও প্রাণের খোঁজ, মৃতের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার
আগামী ২৭ ফেব্রুয়ারি ৬০ আসনের মেঘালয় বিধানসভার ভোট। এই মুহূর্তে মেঘের রাজ্যে প্রচার উত্তাপ তুঙ্গে। এরাজ্যে ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার মেঘালয়বাসীও পরিবর্তন চাইছে। সেখানে একমাত্র বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২২ ফেব্রুয়ারি শেষ ল্যাপে প্রচারে যাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সব মিলিয়ে মেঘালয়ে পরিবর্তনের হাওয়া।