অভিষেকের সেবাশ্রয় ছুঁল ৮০ হাজারের মাইলস্টোন

সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে।

Must read

প্রতিবেদন : বিশ্বের বৃহত্তম মানবিক উদ্যোগের কেস স্টাডি হিসেবে উঠে এসেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। প্রান্তিক মানুষের লাইফলাইন হয়ে ওঠা এই উদোগ ষষ্ঠ দিনে নতুন রেকর্ড স্পর্শ করেছে। মানবতার সেবাই যে সর্বোচ্চ ধর্ম, তার প্রমাণ সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার। সেবাশ্রয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবারের মানুষের ভরসার স্থল। ষষ্ঠদিনেও সেবাশ্রয়ে মানুষের ঢল অব্যাহত ছিল। ৬ দিনে মোট ৮১ হাজার ৪৭১ জন পরিষেবা পেয়েছেন। শিবিরের ষষ্ঠ দিন মঙ্গলবার পরিষেবা নেন ২২ হাজার ৮৮৯ জন। এই পরিসংখ্যানকে গর্বের মাইলস্টোন বলে বর্ণনা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী উদ্যোগ ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় অর্ধেক জার্নি পার করে ফেলেছে ইতিমধ্যেই। অর্জন করেছে বিশ্বরেকর্ডের সমতুল্য সাফল্য। এখন পর্যন্ত ৮১,৪৭১ জন বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অর্ধেক জার্নি পেরিয়ে ষষ্ঠ দিন পর্যন্ত স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা নেওয়া ২২,৯০৭ জনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করেছেন ৯,৮৯৫ জন। ৯,৪১৬ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। মোট ৩৩৭ জন রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন-সুপার কাপ জয় এসি মিলানের

সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে। সেবাশ্রয়ে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্ট। যে সকল স্বাস্থ্য পারিষেবা এতদিন গরিব মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, তা-ই সেবাশ্রয় শিবিরে বিনামূল্যে পাচ্ছেন মানুষ।

Latest article