তাঁতশিল্পীদের নিয়ে অভিষেকের ভাবনা

Must read

প্রতিবেদন : নদিয়া জেলার শান্তিপুর-সহ বেশ কিছু অঞ্চলের মানুষের প্রধান জীবিকা তাঁতশিল্প। এখানে সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ তাঁতশিল্পী থাকেন। বহুদিন ধরেই তাঁরা মহাজন-মুক্তির দাবি জানিয়ে আসছেন। এদিন রানাঘাটের মঞ্চ থেকে তাঁদের নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Nadia- Abhishek Banerjee)। মহাজনদের কারণে তাঁতিদের অসুবিধার কথা টেনে তিনি বলেন, তাঁতিদের দাবি নিয়ে আগামী দিনে পথে নামবে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আমি কথা দিচ্ছি দু’তিন মাসের মধ্যে আপনাদের দাবি নিয়ে সুনিশ্চিত করা হবে। স্থানীয় নেতৃত্ব ও পদাধিকারীদেরও তিনি তাঁতশিল্পীদের দাবি নিয়ে পথে নামার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁত শ্রমিকদের ন্যূনতম মাসিক আয় ১২ হাজার টাকা করার দাবিতেও আন্দোলন হবে বলেই জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Nadia- Abhishek Banerjee)। এদিনের মঞ্চ থেকে নদিয়ায় সিএএ ও এনআরসি নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। তিনি অভিযোগ করেন, সিএএ নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করতে চাইছে গেরুয়া শিবির। অভিষেক বলেন, যাঁদের সব পরিচয়পত্র আছে, সরকারি পরিষেবা পাচ্ছেন, তাঁদের জমির দলিল দেখাতে বলা হচ্ছে, এসব মানা যায় না।

আরও পড়ুন-শৃঙ্খলা না মানলে দল রেয়াত করবে না

Latest article