সংবাদদাতা, ঘাটাল : একের পর এক পর্বত জয় করে ঘাটাল তথা দাসপুরের যুবক পর্বতারোহী আবির (Abir) হুদাইত গোটা মহকুমায় ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন। দাসপুর ২ ব্লকের জোত ঘনশ্যাম গ্রামে তথ্য ও প্রযুক্তির কাজের সঙ্গে যুক্ত আবিরের বাড়ি। ছোটবেলা থেকেই তাঁর শখ পাহাড়ে ওঠার। তাই মাঝেমধ্যেই কাজের ফাঁকে পর্বতশিখরে পৌঁছানো নিয়ে খুঁটিনাটি গবেষণা করতেন। ২০২৩ সালে নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে চড়ে প্রথম সাফল্য পান। এরপর লক্ষ্য ছিল দক্ষিণ আমেরিকায় বিশ্বের সর্বোচ্চ ভলকানিক পর্বত ওজোস ডেল সালাদো জয়। এই উদ্দেশ্যে গত ২৬ জানুয়ারি তিনি সেখানে পাড়ি দিয়ে মঙ্গলবার সেই পর্বত জয় করে ঘাটাল তথা দাসপুরের নাম উজ্জ্বল করেন আবির (Abir)। ফলে ভীষণ খুশি এলাকার মানুষ। আবিরের বাবা আশিস হুদাইত একজন রাজনীতিবিদ। তিনি বলেন, ছোটবেলা থেকেই আবির একটু ভিন্ন চরিত্রের। নিজের মতো করেই থাকত। এই জয়ে যেমন আমরা খুশি, তেমনই রাজ্যের মানুষও প্রশংসা করছেন তাকে। আবিরের এই অভিযানে সঙ্গী ছিলেন দক্ষিণ ২৪ পরগনা ও বাগনানের দুই তরুণ পর্বতপ্রেমী।
আরও পড়ুন- কেশপুর: ভোটের আগেই মাঠ থেকে হাওয়া বিরোধী রাম-বামেরা, বিনা লড়াইয়ে সমবায়ে বোর্ড তৃণমূলের