প্রতিবেদন : দু’বছর অপেক্ষার পর এ-বছরের পুজোয় প্রযোজক ফিরদৌসল হাসান তাঁর ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। আর এখানেই শুরু হয়েছে যাবতীয় সমস্যা। তাঁর ছবির নায়ক আবির চট্টোপাধ্যায় চুক্তিবদ্ধ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। তাই এই ছবির প্রচারে তিনি থাকতে পারছেন না। এই নিয়ে ক্ষুব্ধ প্রযোজক। ২০২৩-এর জানুয়ারিতে নাম ঘোষণা হয়েছিল প্রযোজক ফিরদৌসল হাসানের ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর। ছবির পরিচালক অসুস্থ হয়ে পড়ায় পিছোয় শ্যুটিং। এরপর ওই বছরের শেষে শ্যুটিং শুরু হয়।২০২৪-এর পুজোয় ‘রক্তবীজ’-এর রিলিজের কারণেই ছবিটির মুক্তি পিছোতে হয়। ২০২৫-এ এই ছবি মুক্তি পাবে ঠিকই কিন্তু প্রচারে নেই আবির (Abir Chatterjee)। এই প্রসঙ্গে প্রযোজক ফিরদৌসুল হাসান আজ সাংবাদিক সম্মেলন ডাকেন ইন্টারন্যাশনাল ক্লাবে। সেখানে হাজির ছিলেন পরিচালক এবং প্রযোজক দু’জনেই। এই প্রসঙ্গে ফিরদৌসুল বললেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা সিনেমার জন্য একটা নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন সেখানে দাঁড়িয়ে একজন অভিনেতারও দায়িত্ব থেকে যায়। তিনি প্রচারে না-ই আসতে পারেন কিন্তু ছবিটা শেয়ার তো করতেই পারেন। তার জন্য তো চুক্তিভঙ্গের বিষয় নেই। তিনি ছবির কথা নিজে মুখে বলতেও পারতেন। তাও করেননি। আমি মধ্যস্থতা করতেও চেয়েছিলাম কিন্তু কোনও সদুত্তর পাইনি। আমরা ভালবেসে ভাল সিনেমা করতে নেমেছি। যুদ্ধ করতে আসিনি। সেখানে প্রত্যেকের সহযোগিতাই কাম্য ছিল। আগামী ২৬ সেপ্টেম্বর সিদ্ধান্তমতোই মুক্তি পাচ্ছে অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’।