এখনও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। আর এখনই বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। কপ্টার সমস্যায় নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরে বীরভূমের রামপুরহাটের জনসভায় গিয়ে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক সাফ জানান, আমার জেদ বিজেপির ১০গুণ।
সভামঞ্চে পৌঁছেই কপ্টার-ষড়যন্ত্রের অভিযোগ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “আমার সাড়ে ১২টা থেকে ১টা মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দেড়টার মধ্যে সভায় আসার কথা ছিল। সেই মতো আমি পৌঁছে যাই। কিন্তু বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত আমার কপ্টার ওড়ার অনুমতি দেয়নি“। এর পরেই মোদি সরকারকে নিশানা করে অভিষেক তোপ দেগে বলেন, “নির্বাচন শুরু হয়নি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। অথচ বাংলাবিরোধী, জমিদারদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। আমার কপ্টারের অনুমতি দেয়নি।“
আরও পড়ুন- নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে: SIR নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর, নিশানা বিজেপির আইটি সেলকেও
গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপির যা জেদ আমার তার থেকে ১০গুণ জেদ। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাঁর হেলিকপ্টার আনালাম।“
অভিষেকের কথায়, আমি নতিস্বীকার করি না। তাঁর সভার জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, মায়েদের ধন্যবাদ কাছে কৃতজ্ঞ।

