সংবাদদাতা, কাঁথি : সড়কপথে কলকাতা থেকে দিঘা যাতায়াতের পথে বিশ্রাম নেওয়ার সেরা ঠিকানা হল ‘অবসারিকা’ (Abosarika)। ১১৬বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের ধারে খেজুরি ১ ব্লকের ইড়িঞ্চিতে এই ‘ইকো অ্যান্ড ন্যাচারাল হাব’-এর উদ্বোধন করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। তিনিই পার্কটির নামকরণ করেছেন। এক কোটি টাকা খরচে কটেজ, রেস্তরাঁ-সহ বিনোদনের যাবতীয় ব্যবস্থা করল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিএডিসি)।
আরও পড়ুন – তাপপ্রবাহে নাজেহাল পুরুলিয়া
প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গত ২৩ জুন সিএডিসি-র ইড়িঞ্চির এই ফার্মে এসে এই ইকো-ট্যুরিজম পার্কের শিলান্যাস করেছিলেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীন সিএডিসি পরিচালনা করবে এই ফার্ম। এখানে ডেয়ারি, গোটারি, পোল্ট্রি থেকে মাছচাষ এবং সবজি চাষ হয়। কটেজে আসা পর্যটকেরা ওই ফার্মে উৎপাদিত সবজি, মাছ, ডিম এবং মাংস পাবেন। এ-ছাড়াও সিএডিসির অধীনে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বড়ি, সস, জ্যাম-সহ নানা সামগ্রী পাওয়া যাবে। এখানে ছোট গাড়ি থেকে মোটরসাইকেল পার্কিং করা যাবে নিদিষ্ট ফি দিয়ে। যাত্রী বা পর্যটকদের জন্য থাকবে চা, জলখাবারের ব্যবস্থা। এই অবসারিকায় (Abosarika) সিএডিসির সবচেয়ে বড় তিনটি ছাতার মতো শেড দেওয়া বসার জায়গা, টয়লেট, বাথরুম এবং একসঙ্গে ২০ জন বসার মতো শেডযুক্ত একটি কক্ষ নির্মাণ হয়েছে। জলাশয়ে দুটি বোট থাকছে নৌকোবিহারের জন্য। প্রতিটি কটেজে দুটি করে ডাবল বেডের খাট থাকছে।