সংবাদদাতা, বর্ধমান : আইসক্রিম খেয়ে জ্বর ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ বিজয়রাম এলাকার শিশু-সহ প্রায় ৩০ জন। বর্ধমান (Bardhaman) হাসপাতালে ভর্তি ২ শিশু। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানান, আইসক্রিম খেয়ে ২৫ জনের মতো অসুস্থ হয়েছে, দুজন হাসপাতালে ভর্তি। বিএমওএইচ ঘটনাস্থলে গিয়েছেন, ফুড সেফটি ডিপার্টমেন্টেকেও বলা হয়েছে, তারা রিপোর্ট নেবে। বিষয়টির তদন্ত চলছে। খবর পেয়ে এলাকায় হাজির হন সরাইটিকর পঞ্চায়েত সদস্য সঞ্জয় সাঁই। তাঁর অভিযোগ, এলাকায় একটি আইসক্রিম গোডাউন আছে, সেখান থেকে তারিখ উত্তীর্ণ আইসক্রিম বিলি করা হয়েছিল। সেই আইসক্রিম খেয়ে মঙ্গলবার রাত থেকে জ্বর হয় বেশ কজনের। এরপর বুধবার সকাল থেকেই বমি, পেটখারাপ ও জ্বরে অসুস্থ হয়ে পড়েন ২৫ থেকে ৩০ জন শিশু ও এলাকার বেশ ক’জন বাসিন্দা। স্বাস্থ্য দফতরের তরফে ওআরএস, ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু কেন ওই গোডাউন থেকে বিনা পয়সায় আইসক্রিম বিলি করা হল প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যদিও আইসক্রিম গোডাউনের কেয়ারটেকার সুরজিৎ দাস বলেন, আমরা এখান থেকে কোনও আইসক্রিম বিলি করিনি, কয়েকজন নিজে থেকেই আইসক্রিম নিয়ে গিয়েছিল।