এক বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় ৯০ কোটির চিকিৎসা পরিষেবা নদিয়াতেই

সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে নদিয়ায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এক বছরে প্রায় ৯০ কোটি টাকার চিকিৎসা পরিষেবা পেয়েছেন উপভোক্তা মানুষ।

Must read

প্রতিবেদন : সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে নদিয়ায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এক বছরে প্রায় ৯০ কোটি টাকার চিকিৎসা পরিষেবা পেয়েছেন উপভোক্তা মানুষ। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার জন্য জেলার সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৮৮ কোটি ৬৯ লক্ষ ৪৭ হাজার ৪৫০ টাকার ক্লেম হয়েছে। এর সবটাই মেটাবে রাজ্য সরকার। মোট ক্লেমের টাকার মধ্যে শুধু বেসরকারি হাসপাতালেই ৮৫ কোটি ৮ লক্ষ ২৭ হাজার ৯৪৬ টাকার চিকিৎসা বিল হয়েছে। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন ৮১ হাজার ৭৩৫ জন রোগী। সেখানে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে ৩ কোটি ৬১ লক্ষ ১৯ হাজার ৫০৪ টাকার চিকিৎসা করিয়েছেন মাত্র ৩ হাজার ৯২ জন রোগী। সব মিলিয়ে উপকৃত হয়েছেন জেলার ৮৪ হাজার ৮২৭ জন রোগী। মোট চিকিৎসা খরচের প্রায় ৯৫ শতাংশ টাকাই ক্লেম করা হয়েছে বেসরকারি হাসপাতাল থেকে।

আরও পড়ুন-সেই মুম্বইয়ে আটকাল মোহনবাগান

তথ্যভিজ্ঞ মহলের মতে, চলতি অর্থবছরে আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরেই হয়তো বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে এত টাকার ক্লেম বেড়ে গিয়েছে। কেননা গত বছর আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে অধিকাংশ সরকারি হাসপাতালেই চিকিৎসা থমকে যায়। বেসরকারি হাসপাতালই সেই সময় রোগীদের ভরসা হয়ে ওঠে। প্রশাসনিক কর্তাদের দাবি, গত বছর অগাস্ট-সেপ্টেম্বরে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে চিকিৎসার মাত্রা বহুগুণ বেড়ে যায়। নদিয়া জেলার এক স্বাস্থ্যকর্তার মতে, ‘যে পরিমাণ অর্থ চলতি বছরে ক্লেম হয়েছে, তার সবটাই রাজ্য সরকারের তরফে মেটানো হবে। তবে এবছর বেসরকারি হাসপাতালে আর্থিক ক্লেমের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় বেশি। মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর।’
প্রসঙ্গত, রাজ্যের এই জনমুখী প্রকল্পের অপব্যবহারের বিষয়টিও একাধিকবার সামনে এসেছে। ভুয়ো রোগী, ভুয়ো চিকিৎসা, ভুয়ো অপারেশন দেখিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে সরকারি টাকা আদায়ের ঘটনা নতুন নয়। তাই বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়মে নানা বদল এনেছে সরকার। প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘এই প্রকল্পে কার্ড ব্যবস্থাই উঠে যেতে চলেছে। আগামীতে শুধু আধারের মাধ্যমেই প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা।’

Latest article