বঙ্গ

এক বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রায় ৯০ কোটির চিকিৎসা পরিষেবা নদিয়াতেই

প্রতিবেদন : সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে নদিয়ায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এক বছরে প্রায় ৯০ কোটি টাকার চিকিৎসা পরিষেবা পেয়েছেন উপভোক্তা মানুষ। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার জন্য জেলার সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৮৮ কোটি ৬৯ লক্ষ ৪৭ হাজার ৪৫০ টাকার ক্লেম হয়েছে। এর সবটাই মেটাবে রাজ্য সরকার। মোট ক্লেমের টাকার মধ্যে শুধু বেসরকারি হাসপাতালেই ৮৫ কোটি ৮ লক্ষ ২৭ হাজার ৯৪৬ টাকার চিকিৎসা বিল হয়েছে। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে চিকিৎসা করিয়েছেন ৮১ হাজার ৭৩৫ জন রোগী। সেখানে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে ৩ কোটি ৬১ লক্ষ ১৯ হাজার ৫০৪ টাকার চিকিৎসা করিয়েছেন মাত্র ৩ হাজার ৯২ জন রোগী। সব মিলিয়ে উপকৃত হয়েছেন জেলার ৮৪ হাজার ৮২৭ জন রোগী। মোট চিকিৎসা খরচের প্রায় ৯৫ শতাংশ টাকাই ক্লেম করা হয়েছে বেসরকারি হাসপাতাল থেকে।

আরও পড়ুন-সেই মুম্বইয়ে আটকাল মোহনবাগান

তথ্যভিজ্ঞ মহলের মতে, চলতি অর্থবছরে আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরেই হয়তো বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে এত টাকার ক্লেম বেড়ে গিয়েছে। কেননা গত বছর আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে অধিকাংশ সরকারি হাসপাতালেই চিকিৎসা থমকে যায়। বেসরকারি হাসপাতালই সেই সময় রোগীদের ভরসা হয়ে ওঠে। প্রশাসনিক কর্তাদের দাবি, গত বছর অগাস্ট-সেপ্টেম্বরে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে চিকিৎসার মাত্রা বহুগুণ বেড়ে যায়। নদিয়া জেলার এক স্বাস্থ্যকর্তার মতে, ‘যে পরিমাণ অর্থ চলতি বছরে ক্লেম হয়েছে, তার সবটাই রাজ্য সরকারের তরফে মেটানো হবে। তবে এবছর বেসরকারি হাসপাতালে আর্থিক ক্লেমের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় বেশি। মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর।’
প্রসঙ্গত, রাজ্যের এই জনমুখী প্রকল্পের অপব্যবহারের বিষয়টিও একাধিকবার সামনে এসেছে। ভুয়ো রোগী, ভুয়ো চিকিৎসা, ভুয়ো অপারেশন দেখিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে সরকারি টাকা আদায়ের ঘটনা নতুন নয়। তাই বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়মে নানা বদল এনেছে সরকার। প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘এই প্রকল্পে কার্ড ব্যবস্থাই উঠে যেতে চলেছে। আগামীতে শুধু আধারের মাধ্যমেই প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা।’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

26 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

50 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

54 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago