মুখ থুবড়ে পড়েছে মোদির সাধের উজ্জ্বলা যোজনা (Ujjwala scheme) প্রকল্প। প্রায় দেড় কোটি উজ্জ্বলা গ্রাহক গ্যাস ভরতেই পারেননি। গ্যাস সিলিন্ডার কেনা বা রিফিলিংয়েই অনীহা দেখা দিয়েছে উপভোক্তাদের একটা বড় অংশের মধ্যে। মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌরের করা আরটিআই থেকে পাওয়া এমনই তথ্য পাওয়া গিয়েছে।
আরও পড়ুন- সবাইকে শান্ত থাকার অনুরোধ, বাংলাদেশ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, ২০২৩-২৪ আর্থিক বছরে দেশের ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৮৩৫ জন ‘উজ্জ্বলা’ গ্রাহক গ্যাস রিফিলিংই করাননি। ওই অর্থবর্ষে সারা দেশের ১ কোটি ৪৫ লক্ষ ১৩ হাজার ৭০৩ ‘উজ্জ্বলা’ (Ujjwala scheme) গ্রাহক গ্যাস ভরিয়েছেন মাত্র একবার। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিস্থিতি আরও খারাপ। শুধু বাংলারই প্রায় সওয়া কোটি গ্যাস গ্রাহকের মধ্যে গত অর্থবর্ষে একটিও সিলিন্ডার কেনেননি প্রায় ২২ লক্ষ গ্রাহক!
বহুবার উজ্জ্বলা যোজনা নিয়ে গালভরা প্রচার করেছেন মোদি। এই তথ্য দেখেই বোঝা যাচ্ছে, সরকার যতই উজ্জ্বলা যোজনা নিয়ে গলা ফাটাক না কেন, বাস্তব অবস্থা যে খুব খারাপ তা তাদের চেয়ে ভালো কেউ জানে না।