উন্নয়নের উপহার হবে নতুন পুর বোর্ড

Must read

রিতিশা সরকার , শিলিগুড়ি : উন্নত শিলিগুড়ি করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) শিলিগুড়ি পুর বোর্ড (Siliguri Municipal Corporation) উপহার দিতে চাইছে শিলিগুড়িবাসী। পুর নির্বাচনের শেষ দিনের প্রচারে প্রায় সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষই এগিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসকে পুর নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত করতে। বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নির্বাচনের (Siliguri Municipal Corporation Election) শেষদিনের প্রচার ছিল। বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত ওয়ার্ডেই প্রচারে ঝড় তুলে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। জয় নিয়ে আত্মবিশ্বাসী দল। প্রচার শেষে মিলল তার প্রমাণ। জনসংযোগের পর জয় চিহ্ন দেখালেন গৌতম দেব, দার্জিলিং জেলা (Darjeeling) তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ (Papia Ghosh) ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী। গৌতম দেব (Goutam Dev) বলেন, ‘‘সমস্ত স্তরের মানুষকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন। কলকাতার পরে কল্লোলিনী তিলোত্তমা শিলিগুড়ি গড়ে তুলব আমরা। আদর্শ শহর হবে শিলিগুড়ি। যদি আপনাদের প্রত্যাশা পূরণ না করতে পারি পরের পাঁচ বছর আপনাদের হাতে থাকবে।” দীর্ঘদিন প্রচার চালানোর পর জেলা সভানেত্রী বলেন, ‘‘উন্নত শিলিগুড়ি গড়তে বোর্ড এবার তৃণমূল কংগ্রেসের হচ্ছে। সাধারণ মানুষ মুখিয়ে আছেন তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য।” অলক চক্রবর্তী (Alok Chakraborty) বলেন, ‘‘শিলিগুড়িতে সিপিএম (CPIM), কংগ্রেস (congress) আর বিজেপির (BJP) একটা জোট হয়েছে। তারা এই জোট করে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে চাইছে।”

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ডের জালিয়াতি রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপ

Latest article