কালীপুজোর রাতে সমস্ত আলো নিভিয়ে তিনি চলে গিয়েছেন। রবিবার প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হল। এদিন সকাল থেকেই সু্ব্রত মুখোপাধ্যায়ের অতিপ্রিয় একডালিয়া এভারগ্রিন (Ekdalia Evergreen) ক্লাব প্রাঙ্গণেই আয়োজন করা হয়েছিল শ্রদ্ধা বাসরের।
সকাল থেকেই পারিবারিক নিয়ম মেনে পারলৌকিক কাজ সারেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায় (Chhandabani Mukherjee) ও ভাইপো অঙ্কিত মুখোপাধ্যায়। ছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের বোনেরাও। এদিনের পুরো বিষয়টি দেখভাল করছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘ দিনের কার্যত ছায়াসঙ্গী স্বপন মহাপাত্র (Swapan Mahapatra)। পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-Surajit Dutta : ‘TMC প্রার্থী দেখলেই তাড়া করুন’, মন্তব্য বিজেপি বিধায়কের
শ্রদ্ধার্ঘ পাঠিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল থেকেই একে একে আসতে থাকেন দলের নেতা-কর্মীরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) শ্রদ্ধা জ্ঞাপন করেন । বেশ কিছুক্ষণ কাটিয়ে যান। সান্ত্বনা দেন পরিবারের সদস্যদের। একে একে আসেন দলীয় সতীর্থরা। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও সমাজের বিভিন্ন অংশের অসংখ্য মানুষ ও গুনমুগ্ধরাও এদিন শ্রদ্ধা জানান তাঁদের প্রিয় সুব্রতদাকে। সকলে আবেগে শ্রদ্ধায় স্মৃতি চারণায় আরও একবার বিদায় জানালেন বঙ্গ রাজনীতির উজ্জ্বল নক্ষত্রকে।