প্রতিবেদন : জাতীয় নিরাপত্তার বিষয় এলে দেশের স্বার্থ অগ্রাধিকার। দলীয় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সবারই কাজ করা উচিত। সিঙ্গাপুর সফর সেরে ইন্দোনেশিয়ায় পৌঁছে দৃপ্তকণ্ঠে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের পরে বুধবারই ইন্দোনেশিয়ায় পৌঁছেছে ভারতের সংসদীয় প্রতিনিধি দল। জাকার্তায় পৌঁছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দীর্ঘদিনের বন্ধু ও স্ট্র্যাটেজিক পার্টনার ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে মত-বিনিময় করেন অভিষেক-সহ প্রতিনিধিরা।
বুধবার সিঙ্গাপুরে বক্তৃতা দেওয়ার সময় দৃপ্তকণ্ঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আমি সর্বক্ষত্রে একমত নাও হতে পারি, রাজনৈতিক স্বার্থে তাদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু যখন দেশের জাতীয় নিরাপত্তার বিষয় আসে, তখন দেশের স্বার্থই আমার অগ্রাধিকার। আমার রাজনৈতিক স্বার্থকে আমি কখনও জাতীয় স্বার্থের পথে বাধা হতে দিই না।
আরও পড়ুন- ভোটপাখি মোদিকে তৃণমূলের তোপ: বাংলার মানুষ বলছেন, খালি হাতে আসবেন না রাজ্যে, সঙ্গে বকেয়া নিয়ে আসুন
এদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে জোর দেন অভিষেক (Abhishek Banerjee) ও দেশের প্রতিনিধিরা। বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দীর্ঘদিনের বন্ধু ও স্ট্র্যাটেজিক পার্টনার ইন্দোনেশিয়া। সেই সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। জাকার্তায় ভারত-ইন্দোনেশিয়ার সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারম্যান মহম্মদ রফিকি এবং আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটির ভাইস-চেয়ারপার্সন মহম্মদ হুসেন ফাদলুলোহর সঙ্গে গঠনমূলক মতবিনিময় করেন তাঁরা।
জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরে পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী সময় পিওকে এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন অভিষেক (Abhishek Banerjee)। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে প্রবাসীদেরও আওয়াজ তোলার আবেদন করেন। এদিনের বৈঠকে ইন্দোনেশিয়াতেই দুই দেশের মধ্যে আরও বেশি করে মত-বিনিময় ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির কথা বলেন। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।