মুর্শিদাবাদের দায়িত্বে আবুর জায়গায় অপূর্ব

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলাকে পাখির চোখ করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলাকে পাখির চোখ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই গুরুতর অসুস্থ বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান আবু তাহের খানকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। বৃহস্পতিবার মালদা ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন মমতা।

আরও পড়ুন-বাঁধ-মেরামতি দেখে গেলেন মন্ত্রী

আবু বেশ কিছুদিন ধরে স্নায়ু এবং ফুসফুসের রোগে ভুগছেন। ১৭ এপ্রিল থেকে কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি। সভায় মুখ্যমন্ত্রী নিজেই আবু তাহেরের অসুস্থতার প্রসঙ্গ তুলে জানান, শারীরিক অসুস্থতার জন্য আবু তাহের আগামী কিছুদিন ঠিকভাবে কাজ করতে পারবেন না। আপাতত দায়িত্ব সামলাবেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। বিধায়ককে মমতা সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিংহ রায়ের সঙ্গে সমন্বয় রেখে কাজকর্ম চালানোর নির্দেশ দিয়েছেন। অপূর্ব জানিয়ছেন, সংগঠনকে মজবুত করতে এবং পঞ্চায়েত ভোটে সবাইকে নিয়ে একজোট হয়ে লড়বেন।

Latest article