বারাণসীতে (Varanasi) বিজেপি (BJP) নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ ঘিরে রীতিমত অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে ন’জন মহিলা এবং চার যুবককে গ্রেফতার করে পুলিশ। মনে করা হচ্ছে, এই ফ্ল্যাটে বহুদিন ধরেই জমিয়ে চলছিল যৌনচক্র। স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চলছিল। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটি বিজেপি নেত্রী শালিনীর স্বামী অরুণ যাদবের নামে রয়েছে। ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলারা ওই ফ্ল্যাটে যেতেন। কিছু আপত্তিজনক জিনিস, নাম নথিভুক্তকরণের খাতা, মোবাইল ফোন এবং আরও অনেক তথ্য উদ্ধার হয়েছে সেখান থেকে।
আরও পড়ুন-”কথা দিলে কথা রাখি”, কেন নিজের এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, পেশায় শালিনী ফ্যাশন ডিজ়াইনার। ২০১৭ সালে কংগ্রেসের হয়ে কাশীতে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন শালিনী। এরপর তিনি ২০১৯ সালে সামজবাদী পার্টিতে (এসপি) যোগ দেন। সেই বছরেই লোকসভা নির্বাচনে বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হন তিনি কিন্তু হেরে যান। ২০২৩ সালের ২৪ জুলাই বিজেপিতে যোগ দেন শালিনী। তাঁর শ্বশুর ছিলেন কংগ্রেসের প্রাক্তন নেতা এবং মন্ত্রী। এরপর শালিনী অরুণ যাদবকে বিয়ে করেন।
আরও পড়ুন-‘কমপ্লেক্স’! হরিয়ানার পুনমের হাতে বলি পরিবারের চার শিশু
গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) বারাণসীতে তাঁর ফ্ল্যাটে হানা দেয়। প্রথমে স্পা সেন্টারে তল্লাশি চালানো হয় তারপর ফ্ল্যাটে গিয়ে সেখান থেকে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মহিলাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, বারাণসীর চারপাশের জেলাগুলি থেকে ওই ফ্ল্যাটে আসেন তাঁরা। এরপরই মাহমুরগঞ্জ, ভেলুপুর এবং ক্যান্টনমেন্ট এলাকার বেশ কয়েকটি স্পা সেন্টারে পুলিশ হানা দেয়।
আরও পড়ুন-”গুজবে কান দেবেন না!” ওয়াকফ আইন নিয়ে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর
শালিনীর স্বামী অরুণ স্বীকার করেছেন যে ফ্ল্যাটটি তাঁর নামে তবে ১৯৯৬ সাল থেকে ফ্ল্যাটটি ভাড়া দিয়ে রেখেছেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তাঁদের কারও কোনও যোগসূত্র নেই। তবে প্রশ্ন উঠছে কিভাবে বাড়ির মালিকের অজান্তেই এতদিন ধরে এমন কর্মকাণ্ড ঘটতে পারে? চারপাশের মানুষও কি কখনো তাঁদের জানায়নি? নাকি ক্ষমতার জোরেই দিনের পর দিন এই ধরণের কাজ এলাকায় চালিয়ে গেছেন তাঁরা!
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…