কোচবিহার-কলকাতা রুটে চালু হল এসি বাস পরিষেবা

এবার কোচবিহার-কলকাতা রুটে চলবে এসি রকেট বাস।

Must read

সংবাদদাতা, কোচবিহার: এবার কোচবিহার-কলকাতা রুটে চলবে এসি রকেট বাস। এনবিএসটিসির উদ্যোগে শুক্রবার কোচবিহার-কলকাতা রকেট বাসের পরিষেবার সূচনা করেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সপ্তাহে তিন দিন এই রুটে চালানো হবে এসি রকেট বাস৷ ৪৫ আসনের বাসে সিসি ক্যামেরা ও মহিলাদের জন্য সংরক্ষিত আসন থাকবে। এদিন সবুজ পতাকা নাড়িয়ে এসি রকেট ও সিএনজি বাসের যাত্রার সূচনা করেন পার্থপ্রতিম রায়৷ বাসগুলিতে নিজেরা চড়েও দেখেছেন চেয়ারম্যান-সহ পরিবহণ সংস্থার আধিকারিকরা। জানা গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২৩ থেকে ২০২৪ আর্থিক বর্ষে ৪২টি বাস দেওয়া হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে। আরও কিছু নতুন বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ এরমধ্যে ৬টি নন এসি রকেট বাস ও ৩ এসি রকেট বাস চালু হবে।

আরও পড়ুন-উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই রানওয়েতে ধস!

এছাড়াও সিএনজি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, একটি এসি রকেট ও দুটি নন এসি রকেট বাস চলবে কোচবিহার-কলকাতা রুটে৷ সিএনজি বাস চলবে কোচবিহার-শিলিগুড়ি রোডে। ১ অক্টোবর শিলিগুড়ি ডিপো থেকে দুটি এসি রকেট, দুটি সিএনজি বাসের সূচনা হবে৷ এছাড়াও জানা গেছে, সংস্থার নিজস্ব ৬৪টি এলাকার একশো একর জমি উদ্ধার করে সংস্থা নিজের নামে খতিয়ান বের করা হয়েছে প্রশাসনিক সহযোগিতায়। এছাড়াও পুজোতে পর্যটকদের জন্য সবুজের পথে হাতছানি প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ সংস্থা। জানা গেছে, এক থেকে দু’দিনের মধ্যে ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের বেড়াতে নিয়ে যেতে ট্যুর প্যাকেজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Latest article