রিয়াধ, ৭ জানুয়ারি : দীর্ঘ আট বছরের খরা কাটিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল এসি মিলান। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে! শেষ তিন বছর সুপার কাপ জিতে, কার্যত এই ট্রফিকে নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল ইন্টার। কিন্তু এবারের ফাইনাল ৩-২ গোলে জিতে ট্রফি ছিনিয়ে নিল মিলান।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল তিন গুরুত্বপূর্ণ মামলা
অথচ ফাইনালে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল মিলান। বিরতির ঠিক আগে ইন্টারের হয়ে প্রথম গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার মিনিট দুয়েকের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইন্টার। গোলদাতা ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি। কিন্তু এর পর থেকেই নাটকীয়ভাবে ঘুরে যায় খেলার মোড়। ৫১ মিনিটে থিও হার্নান্ডেজের গোলে ব্যবধান কমায় মিলান। ৮০ মিনিটে ২-২ করেন ক্রিস্টিয়ান পুলিসিচ। আর ৯৩ মিনিটে ট্যামি আব্রাহামের গোলে নাটকীয় জয় ছিনিয়ে নেয় মিলান।
আরও পড়ুন-উপাচার্য নিয়োগে বদল ইউজিসির, নতুন নিয়মকে সমর্থন নয় ব্রাত্যর
মিলানে নিজের কোচিং অধ্যায়টা রূপকথার মতোই শুরু করলেন সের্জিও কনসেকাও। মাত্র দুটো ম্যাচ কোচিং করিয়েই, দলকে সুপার কাপ জেতালেন তিনি। ম্যাচের পর মিলান কোচের বক্তব্য, ‘‘ডিসেম্বরে দলের দায়িত্ব নিয়েছি। আমি এটা দেখে খুশি যে, ফুটবলাররা আমার কোচিং দর্শনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন পরিবেশ খুব একটা ইতিবাচক ছিল না। তবে এই জয় আমাদের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। এবার সিরি এ-তেও ভাল ফলের জন্য ঝাঁপাতে হবে।’’