প্রতিবেদন : মর্মান্তিক। সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরি বা ডাম্পার এবং মোটিরবাইকে গভীর রাতে পেছন থেকে ধাক্কা মারল প্রচণ্ড গতিতে ছুটে আসা এসইউভি গাড়ি। প্রাণ হারালেন চালক-সহ গাড়ির ৩ আরোহী এবং মোটরবাইক চালক। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গাড়ির আরও ২ আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে দমদম পার্ক এলাকায়, রবিবার রাত দেড়টা নাগাদ।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব মহিলারা
প্রাথমিক অনুসন্ধানের পরে পুলিশ জানিয়েছে, সিগন্যালে দাঁড়িয়েছিল লরিটি এবং মোটরবাইকটি। আচমকাই দুরন্ত গতিতে ছুটি এসে বেলাগাম গাড়িটি প্রথমে ধাক্কা মারে বাইকে, তারপরে লরিটিকে। ছিটকে পড়েন বাইকচালক। লরির পেছনে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। উইন্ডস্ক্রিনের কাঁচ ভেঙে গাড়ির বনেটের উপর ছিটকে পড়েন চালক এবং সামনের আসনে বসা মহিলা। গাড়ির ৫ আরোহীর মধ্যে ৩ জনেই প্রাণ হারান ঘটনাস্থলেই। আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় বাইকের চালককেও। গাড়ির ভেতরে থাকা বাকি দুজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে নিহত ও আহতদের। পুলিশ এবং স্থানীয় লোকজনই উদ্ধারকাজে হাত লাগান। নিয়ে যান হাসপাতালে। দুর্ঘটনার প্রকৃত কারণ বুঝতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।