পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু ৫ পুণ্যার্থীর, মহারাষ্ট্রে

পুজো দিতে যাওয়ার পথেই সব শেষ। পুজোও দেওয়া হল না, বাড়িও ফেরা হল না। দুর্ঘটনায় মৃত্যু হল ৫ পুণ্যার্থীর। জখম আরও বেশ কয়েকজন

Must read

প্রতিবেদন : পুজো দিতে যাওয়ার পথেই সব শেষ। পুজোও দেওয়া হল না, বাড়িও ফেরা হল না। দুর্ঘটনায় মৃত্যু হল ৫ পুণ্যার্থীর। জখম আরও বেশ কয়েকজন। মহারাষ্ট্রের পানভেলের সোমবার গভীর রাতের ঘটনা। পুলিশসূত্রে জানা গিয়েছে, আষাঢ় মাসের একাদশীতে পুণ্যার্থীদের নিয়ে পান্ধারপুরে যাচ্ছিল বাসটি৷

আরও পড়ুন-বিহারে খুন প্রাক্তন মন্ত্রীর বাবা

মহারাষ্ট্রের মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা মারার পরিণতি এই দুর্ঘটনা৷
সোমবার মহারাষ্ট্রের থানের ডোমবিভিলি থেকে ৫৪ জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে বাসটি৷ মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে পানভেলে বাসটির সামনে হঠাৎ একটি ট্রাক্টর চলে আসে৷ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক৷ ট্রাক্টরটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির৷ সেটি পড়ে যায় ২০ ফুট গভীর খাদে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের৷ বহু পুণ্যার্থী আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক নবি মুম্বইয়ের ডিসিপি বিবেক পানসারে বললেন, সোমবার রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। আষাঢ়ি একাদশী পালন করতে ৫৪ জন তীর্থযাত্রী মুম্বই থেকে পান্ধারপুরে যাচ্ছিলেন৷ বাসে যাত্রী ভর্তি ছিল৷ গভীর অন্ধকারে ভিড়ঠাসা বাসটির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়৷ বাসটি খাদে পড়ে যায়৷ ৫ জনের মৃত্যু হয়েছে। ৪২ জন গুরুতর জখম পুণ্যার্থীকে চিকিৎসার জন্য এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে কয়েকজনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্থানীয় লোকেরাই প্রথমে উদ্ধারের কাজে নেমে পড়েন। পরে যোগ দেন পুলিশকর্মীরাও। রাতের অন্ধকারে উদ্ধারের কাজে বেশ অসুবিধা হচ্ছিল।

Latest article