পুরীতে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত চালক সহ তিন

চালকের বাড়ি চুঁচুড়ার সোনাটুলি এলাকায়।ঘটনার খবর পাওয়ার পর ব্যন্ডেল থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেন পর্যটকদের পরিবার।

Must read

ব্যান্ডেল বালিকাটা থেকে দুই শিশু সহ আটজন গতকাল রাতে রওনা দেয় পুরীর উদ্যেশ্যে। উড়িষ্যার বালেশ্বরে আজ ভোরে দূর্ঘটনার কবলে পরে পর্যটকদের স্করপিও গাড়িটি। একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় নিমেষের মধ্যেই। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। বাকিরা আহত হয়।তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।মৃতরা হল শঙ্কর রাও(৫০),পার্বতী দাস(৪৮) ও গাড়ি চালক ইব্রাহিম গাজি(২৭)। চালকের বাড়ি চুঁচুড়ার সোনাটুলি এলাকায়।ঘটনার খবর পাওয়ার পর ব্যন্ডেল থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেন পর্যটকদের পরিবার।

আরও পড়ুন-বুর্জ খলিফার পাশেই ভয়াবহ আগুন, প্রশ্ন নিরাপত্তার

দূর্ঘটনায় মৃত শঙ্কর রাও এর মেয়ে প্রভা রাও বলেন,’পুরীর মন্দিরে পুজো দেওয়ার মানসিক ছিল বাবার।পরিবার এবং পরিচিত কয়েকজনকে নিয়ে গতকাল রাতে গাড়ি করে বেরিয়েছিল।আজ সকাল ছটার সময় উড়িষ্যা থেকে খবর পাই দূর্ঘটনা হয়েছে। দূর্ঘটনায় মৃত্যুর খবরে শোকের ছায়া ব্যান্ডেল ও সোনাটুলি এলাকায়।’

Latest article