ইদ উপলক্ষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ৩ বন্ধুর

ইদের (Eid) আগে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু। উৎসবে থাকা হল না তাঁদের। মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল তিন যুবকের।

Must read

সংবাদদাতা, মালদহ : ইদের (Eid) আগে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু। উৎসবে থাকা হল না তাঁদের। মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল তিন যুবকের। রবিবার মালদহের বৈষ্ণবনগরের ঘটনা। ট্রেন থেকে নেমে তিন বন্ধু মোটর বাইকে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। ১৮ মাইল ৩৪ নং জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু হয় তিনজনের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সাবির আলম, সাদিকাতুল ইসলাম ও রমজান শেখ। বাড়ি মোথাবাড়ির মেহেরাপুর নতুনপাড়ায়। তিনজনের মধ্যে সাবির পেশায় ভিনরাজ্যের শ্রমিক এবং দুই বন্ধু এবছরই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

আরও পড়ুন-নীল-সাদা লালপার্টি সিপিএম! ‘হেডলাইন’ রসিকতা দেবাংশুর

ইদ উপলক্ষে এদিন সাবির ভিনরাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। তিনি সকালে ট্রেন থেকে ফরাক্কা স্টেশনে নামেন। তাঁকে আনতে বাইক নিয়ে দুই বন্ধু স্টেশনে যান। এরপর তিন বন্ধু মিলে একটি বাইকে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু বাড়ি যাওয়ার আগে বৈষ্ণবনগর থানার ১৮ মাইল ৩৪ নং জাতীয় সড়কে এক লরির ধাক্কায় তিনজনেরই মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। উৎসবের আগে এমন দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।

Latest article