গ্রেনেড বিস্ফোরণে পুঞ্চে হত দুই সেনা

Must read

প্রতিবেদন : গ্রেনেড বিস্ফোরণে (Grenade Blast in Poonch) মৃত্যু হল সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ও এক জুনিয়র কমিশনড অফিসারের। রবিবার মাঝরাতে এই ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায়। জম্মুর প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, রবিবার বেশি রাতে মেন্ধর সেক্টরে টহল দিচ্ছিলেন জওয়ানরা। সে সময় এই বিস্ফোরণ (Grenade Blast in Poonch) ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হন ক্যাপ্টেন আনন্দ ও সুবেদার ভগবান সিং। দু’জনকেই হেলিকপ্টারে করে দ্রুত উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মৃত্যু হয় দু’জনেরই। জানা গিয়েছে, ক্যাপ্টেন আনন্দ বিহারের ভাগলপুর জেলার চম্পানগর এলাকার বাসিন্দা। সুবেদার ভগবান সিংয়ের বাড়ি উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার পোখার ভিট্টা গ্রামে। উল্লেখ্য, রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় গাঙ্গু ক্রসিং এলাকায় একটি চেক পোস্টে জঙ্গিরা গুলি চালালে সিআরপিএফের এক আধিকারিকের মৃত্যু হয়।

আরও পড়ুন: রনিলকে ভোট দিলে খুনের হুমকি সাংসদদের

Latest article