নয়াদিল্লি : বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ভারতের সড়ক অত্যন্ত ঝুঁকিপুর্ণ। চাঞ্চল্যকর এই রিপোর্ট দিল খোদ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে দেশে বেশিরভাগই সড়ক দুর্ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার, যার মধ্যে ১ লক্ষ ৫৮ হাজার দুর্ঘটনাই ঘটেছে বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে।
আরও পড়ুন-মূল্যবৃদ্ধির নিরিখে বরাদ্দ কম
২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, দেশের বেশিরভাগ সড়ক দুর্ঘটনাই ঘটেছে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে। মোট দুর্ঘটনার ২১ শতাংশই ঘটেছে এই সময়ের মধ্যে। গত ৫ বছর ধরে এই প্রবণতা চলছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সাল থেকে বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত সময়ে ৩৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত সময়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ের মধ্যে ৮৫ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশের পথ দুর্ঘটনার মাসিক হিসেব অনুযায়ী, ২০২১ সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জানুয়ারিতে, যার সংখ্যা ৪০ হাজার ৩০৫। দ্বিতীয় স্থানে থাকা মার্চে দুর্ঘটনার সংখ্যা ৩৯ হাজার ৪৯১। তবে মার্চে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে রিপোর্টে। যার সংখ্যা ১৪ হাজার ৫৭৯। দ্বিতীয়স্থানে রয়েছে জানুয়ারি।
আরও পড়ুন-নোটবন্দির রায় নিয়ে সর্বসম্মতি হল না বেঞ্চে, মতভেদ বিচারপতি নাগারত্নার
বছরের প্রথম মাসে পথ দুর্ঘটনায় মৃত্যুর সখ্যা ১৪ হাজার ৫৭৫। করোনার আগে ২০১৯ সালে ৪১ হাজার ৪৯০টি পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৬৪৪৷ ২০১৮ সালে ৪২ হাজার ৭৩০টি পথ দুর্ঘটনায় মৃত্যু ১৪ হাজার ৩৬৮ এবং ২০১৭ সালে ৪২ হাজার ৭৯৯টি পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৪১৭।