কীর্তির মতে,মায়েরাই আসল জায়ান্ট কিলার

তৃণমূলের হয়ে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই জেলার সমস্ত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচারে কার্যত ঝড় তুলে দেন।

Must read

প্রতিবেদন : তৃণমূলের হয়ে বাংলার ভোটের ময়দানে নেমেই ছক্কা হাঁকিয়েছেন প্রাক্তন বিশ্বকাপার কীর্তি আজাদ। বর্ধমান-দুর্গাপুরে ১ লক্ষ ৩৭ হাজার ৯৮১ ভোটে ধরাশায়ী করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই সেখানে পৌঁছে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েন কীর্তি।

আরও পড়ুন-ভোটে জিতে বারাকপুরকে সন্ত্রাসমুক্ত করার কাজ শুরু পার্থ ভৌমিকের

তৃণমূলের হয়ে প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই জেলার সমস্ত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচারে কার্যত ঝড় তুলে দেন। জয়ের পর ইস্পাতনগরীর মা-বোনেদের সমস্ত ক্রেডিট দিয়ে তিনি বলেন, এখানকার মায়েরাই জায়ান্ট কিলার। মা-বোনেরা আশীর্বাদ করেছেন। মমতাদিদির আশীর্বাদ তো ছিলই। আমি মনে করি, স্বর্গে মা কালী আর এখানে মমতাদিদি রয়েছেন। তিনি সবার জন্য কাজ করেছেন। মায়েদের সম্মান দিয়েছেন। আর এখানকার বিজেপি প্রার্থী মায়েদের অপমান করেছেন। মমতাদিদিকেও কুকথা বলতে ছাড়েননি। তার জবাব মায়েরাই দিয়েছেন। তবে কীর্তির এই জয় নিরলস পরিশ্রমেরই ফলাফল বলে মনে করছেন বর্ধমান-দুর্গাপুরের সাধারণ মানুষ ও দলের কর্মী-সমর্থকরা।

Latest article