সংবাদদাতা, ঝাড়গ্রাম : সম্প্রতি মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে কর্মী সম্মেলনে বলে যান, ফের দুয়ারে সরকার শুরু হচ্ছে। অনেকেই সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নিতে চান, অথচ ফর্মপূরণ করতে জানেন না। তাঁদের ফর্ম বিনা পয়সায় পূরণ করে দিয়ে নিজেদের সামাজিক দায়িত্ব পালনের কথা বলেন তিনি। তাঁর কথামতো শিবিরে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আসা মানুষের পাশে দাঁড়ালেন পুলিশ ও সরকারি আধিকারিকরা। পূরণ করে দিলেন আবেদনপত্রও।
আরও পড়ুন-মঙ্গলবার শেষ হল দোকানি, বাসিন্দাদের দেওয়া সময়সীমা রেলের উচ্ছেদ রুখবে তৃণমূল
সোমবার সাঁকরাইল ব্লকের লাউদহ ও রোহিণী সিআরডি হাইস্কুলে দুয়ারে সরকার শিবিরে। কৃষি কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত বলেন, ‘‘ব্লকে যে দুটি কর্মসূচি আয়োজিত হয়, তাতে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষি পেনশন ইত্যাদি প্রকল্পের সুযোগ নিতে মানুষজনের ভিড় ছিল বেশি। তবে প্রতিটা ক্যাম্পে জনপ্রতিনিধি থেকে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ফর্ম ফিল-আপ থেকে শুরু করে মানুষকে সর্বতোভাবে সাহায্য করেছেন।