মুখ্যমন্ত্রীর নির্দেশে মিলল ঘর

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরও ৩২৭ জন চা-শ্রমিকের হাতে চা-সুন্দরীর আবাসের চাব তুলে দিল জেলা প্রশাসন।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : কেন্দ্রের বাজেটে ব্রাত্য চা-বলয়। অথচ বাজেটের পরদিনই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরও ৩২৭ জন চা-শ্রমিকের হাতে চা-সুন্দরীর আবাসের চাব তুলে দিল জেলা প্রশাসন। এদিন তোর্সা চা-বাগানে ৪৭৬টি ও ঢেকলা পাড়া চা-বাগানের শ্রমিক পরিবারদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন-বিধায়কের সাহায্যে স্বপ্নপূরণ দুঃস্থ ডাক্তারি পড়ুয়ার

চা-বলয়ে রাজ্য সরকারের একের পর এক উন্নয়েনর ফলে স্বাভাবিকভাবেই পায়ের তলার মাটি হারাচ্ছে বিজেপি। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা ও একুশের বিধানসভা ভোটে উত্তরের চা-বলয়ের ভোট একচেটিয়া বিজেপির বাক্সে পড়েছে। কিন্তু এবার পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর চা-সুন্দরীর মাস্টার স্ট্রোক বিজেপিকে একেবারে বেকায়দায় ফেলে দিয়েছে। ইতিমধ্যেই চা-বাগানে তৃণমূল একদিকে যেমন শক্ত সংগঠন তৈরি করে ফেলেছে, অপর দিকে ধ্বস নামিয়ে দিয়েছে বিজেপির চা-ভোট ব্যাঙ্কে। তাই সহজেই অনুমেয়, চা-সুন্দরী আবাস প্রকল্প, আগামী পঞ্চায়েত ভোটে চা-বলয়ে তৃণমূলের তুরুপের তাস হয়ে উঠবে নিঃসন্দেহে।

Latest article