বুধবার রাজ্য বিধানসভার (Assembly) শীতকালীন অধিবেশনের শেষ দিনে প্রশ্ন-উত্তর পর্ব বেশ জোরালো হয়ে ওঠে। কলকাতা সহ রাজ্যের পুরনিগম (Corporation) ও পুরবোর্ডগুলির (Municipality) চেয়ারম্যান (Chairman) পদে রাজ্য সরকারের পক্ষে যাঁদের বসানো হয়েছে, তাঁদের নিয়োগ নিয়ে বিরোধী বিজেপির তরফে প্রশ্ন ওঠে। তার উত্তরের রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানিয়ে দেন আইন অনুযায়ী পুরভোট গুলির প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন-Privilege Motion:সিবিআই ও ইডির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ করলেন তাপস রায়
এদিন অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) জানতে চান, বিভিন্ন পুরবোর্ডের চেয়ারম্যান পদে যাঁদেরকে নিয়োগ করা হয়েছে, তাঁদের সকলের ক্ষেত্রে কেন একই নিয়ম প্রযোজ্য হয়নি?
এরপর শঙ্কর ঘোষ কলকাতা ও শিলিগুড়ি পুরবোর্ডের উদাহরণ টেনে বলেন, কলকাতায় পুরবোর্ডের (KMC) চেয়ারমান ফিরহাদ হাকিম (Firhad Hakim) একজন প্রাক্তন মেয়র কিন্তু শিলিগুড়ির ক্ষেত্রে রয়েছেন ভোটে হেরে যাওয়া তৃণমূলের গৌতম দেব (Gautam Deb)। কোনও ব্যক্তি যে জায়গায় নির্বাচনে হেরেছেন সেখানে তাঁকে অ্যাডমিনিস্ট্রেটর করা যায় কিনা সেই প্রশ্নও তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
আরও পড়ুন-পরপর দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, কলকাতা-বিধাননগর পুলিশকে দিলেন কড়া বার্তা
উত্তরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, রাজ্যের সমস্ত পুরভোটের প্রশাসক ও মুখ্য প্রশাসক নিয়োগ নিয়ম ও আইন মেনেই করা হয়েছে। কোন নির্বাচনে কে হেরেছেন বা কে জিতেছেন তা এখানে বিচার্য বিষয় নয়। আইন যাঁদের অনুমোদন দিয়েছে, তাঁদেরকেই নিয়োগ করা হয়েছে।
অন্য একটি প্রশ্নের উত্তরে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, হুগলির চুঁচুড়া সহ বিভিন্ন পুরোনো শহরের ড্রেনেজ সিস্টেমের আধুনিকীকরণের কাজ করছে পুর ও নগরউন্নয়ন দফতর, বিধানসভায় জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।