সংবাদদাতা, কোচবিহার : বাড়িতে এক কিলো মাছ দিয়ে যাও। ফোন পেয়ে মাছ বিক্রেতা বাড়িতে এসে দেখেন বারান্দায় রক্তগঙ্গা বইছে! কোচবিহারে (Cooch Behar Murder) হাড় হিম করা ঘটনা।
সোমবার কোচবিহারের (Cooch Behar Murder) ডাউয়াগুড়ির ওই বাড়ি থেকেই পুলিশ এসে উদ্ধার করে দু’টি দেহ! আলমারিতে কম্বল প্যাঁচানো বাবার দেহ। সেপটিক ট্যাঙ্কে পাশে পিসতুতো দাদার! ঘটনাস্থলে গিয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা, ডিএসপি হেড কোয়ার্টার চন্দন দাস, কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল-সহ অন্য আধিকারিকরা। এবিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার বলেন, পুলিশের প্রাথমিক অনুমান, ছেলে প্রণব বৈশ্য তার বাবা বিজয় বৈশ্যকে খুন করেছে। তাঁর দেহ আলমারি থেকে উদ্ধার হয়। সেপটিক ট্যাঙ্ক থেকে আরও একটি দেহ উদ্ধার হয়। তাঁদের দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আলমারি ভেঙে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে এক মাস আগে নিখোঁজ হওয়া পিসতুতো ভাইয়ের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। দুটি দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি, কী কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- ইন্ডিয়া’র মুখ, যোগ্যতম মমতাই, সওয়াল কংগ্রেসের মণিশঙ্করের