প্রতিবেদন : চাপ দিয়ে মিথ্যে বয়ান দিতে বাধ্য করেছিল পুলিশ। সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে অন্যতম অভিযুক্ত মাদেতিরা থিম্মাইয়া আদালতে এই চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর বক্তব্য, তাঁকে চাপ দিয়ে অরেক অভিযুক্ত বাঙ্গেরার নামে একাধিক তথ্য জানার দাবি করানো হয়। আর এই অভিযোগ তুলে ২০১৮ সালে দেওয়া নিজের বয়ান আদালতে অস্বীকার করেন অভিযুক্ত মাদেতিরা।
আরও পড়ুন-বয়স, নামও ভাঁড়িয়েছিলেন শিক্ষানবিশ আমলা, পূজার প্রশিক্ষণ-পর্ব স্থগিত করল প্রশাসন
সম্প্রতি কর্নাটক কন্ট্রোল অফ অর্গানাইজড অ্যাক্টের বিশেষ আদালতে নিজের ছয় বছর আগে দেওয়া বয়ানের পুরো উল্টো দাবি করেন মাদেতিরা। তিনি ২০১৮ সালে বলেছিলেন, অভিযুক্ত বাঙ্গেরা মহারাষ্ট্রের কয়েকজন যুবকের সঙ্গে যোগাযোগ রাখতেন ও তাঁরা মাদেতিরার অফিসে মাঝেমাঝে আসতেন। তখনকার সেই বয়ান এখন আদালতে দাঁড়িয়ে তিনি অস্বীকার করেন। এমনকি দাবি করেন, তাঁকে ২০১৮ সালে পুলিশ ও সিআইডি-র হুমকির মুখেও পড়তে হয়। বয়ান সাজাতে তাঁর উপর পুলিশি প্রভাব খাটানো হয়েছিল।
অন্যদিকে মঙ্গলবার কর্নাটক হাইকোর্ট এই ঘটনায় অভিযুক্ত তিনজনের জামিন মঞ্জুর করেছে। ২০১৭ সালের সাংবাদিক লঙ্কেশ খুনের এই ঘটনায় তদন্তের ফলাফলের দেরির দাবি তুলে জামিনের আবেদন করা হলে নায়ক নামের এক অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছিল। সেই সূত্র ধরেই প্রায় ছয়মাস পরে আরও দুজনের জামিনও মঞ্জুর করল হাইকোর্ট। একাধিক বিজেপি-বিরোধী সংগঠনের অভিযোগ, হিন্দুত্ববাদী সংগঠনগুলির চাপে ইচ্ছাকৃতভাবে বিচারে দেরি করেছে তদন্তকারী পুলিশ ও কর্নাটকের পূর্বতন বিজেপি সরকার।