প্রতিবেদন : ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল যে সাংবাদিকের বিরুদ্ধে তাঁকে দু’বছরের জন্য নির্বাসনে পাঠাল বিসিসিআই। শাস্তি হিসেবে এই সময়ের মধ্যে তিনি ভারতীয় বোর্ড আয়োজিত কোনও আন্তর্জাতিক, ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না। সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে এই মর্মে নির্দেশিকাও পাঠাবে বোর্ড। শুধু তাই নয়, আইসিসি-কেও চিঠি দিয়ে অভিযুক্ত সাংবাদিককে কালো তালিকাভুক্ত করার কথা বলা হবে। কিছুদিন আগের ঘটনা, অভিযুক্ত সাংবাদিককে সাক্ষাৎকার দিতে চাননি ঋদ্ধিমান (Riddhiman Saha)। তাঁর ফোনও ধরেননি বাংলার এই ক্রিকেটার। ক্ষোভে, অপমানে ঋদ্ধিমানকে সরাসরি হুমকি দিয়ে বসেন সংশ্লিষ্ট সাংবাদিক।
হুমকির হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন ঋদ্ধিমান (Riddhiman Saha)। যা নিয়ে তোলপাড় হয়ে যায় ভারতীয় ক্রিকেট। বিসিসিআই তিন সদস্যের কমিটি গড়ে নজিরবিহীন এই ঘটনার তদন্ত করার জন্য। তার পর তদন্ত কমিটি ঋদ্ধিমানের বক্তব্য শুনে রিপোর্ট জমা করে বোর্ডের কাছে। শনিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বৈঠক ছিল। সেখানেই অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বোর্ড সূত্রে খবর, তাঁকে দু’বছরের নির্বাসন দেওয়া হয়েছে।