সংবাদদাতা, কোচবিহার : ১৯৯৫ সালের সাহেবগঞ্জ সেন্ট্রাল ব্যাঙ্ক ডাকাতির আসামি বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় (BJP MLA Sukumar Roy)। এমনকী বিগত বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তিনি সেই তথ্য গোপন রেখেছিলেন। তিনি ধরা পড়ার পর বেশ কয়েকদিন পুলিশ হেফাজতে ছিলেন। বুধবার দিনহাটার শালমারাতে জনসংযোগ কর্মসূচিতে এমনই অভিযোগ করলেন মন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha)। কেন্দ্রের বঞ্চনা এবং বিজেপির দুর্নীতির প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে এদিন মন্ত্রী বলেন, সুকুমার রায় (Sukumar Roy) কোচবিহার (Coochbihar) উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। ভোটে দাঁড়াবার সময় যে এফিডেভিট দিতে হয় সেখানে তিনি ব্যাঙ্ক ডাকাতির কথা উল্লেখ করেননি, তা চেপে গিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। এরপরই বিজেপির রাজ্য সভাপতির প্রতি তোপ দাগেন তিনি। বলেন, মঙ্গলবার সুকান্ত মজুমদার যাঁদের সঙ্গে নিয়ে ঘুরলেন তাঁদের মধ্যে এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোনার দোকানে চুরির আসামি, আর বিজেপির জেলা সভাপতি হলেন ব্যাঙ্ক ডাকাতির আসামি। ওদের মুখে সততার বুলি মানায় না।
আরও পড়ুন: ফের বিস্ফোরক উপাচার্য, বসন্তোৎসবের নামে চলা বসন্ততাণ্ডব বন্ধ করেছি