পাটনায় শিশুমৃত্যুতে এখনও অধরা অভিযুক্তরা, জনবিক্ষোভে আক্রান্ত পুলিশ

পাটনায় (Patna) শিশুমৃত্যুর ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। এবার এই নিয়ে পুলিশের উপরেই জনতার ক্ষোভ আছড়ে পড়ল।

Must read

পাটনায় (Patna) শিশুমৃত্যুর ঘটনায় এখনও অধরা অভিযুক্ত। এবার এই নিয়ে পুলিশের উপরেই জনতার ক্ষোভ আছড়ে পড়ল। পাটনায় জনতার বিক্ষোভে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। ইন্দ্রপুরীর ২ শিশু হত্যার ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সারারাত বিক্ষোভ চলে। জনসাধারণের আক্রমণে ৫ জন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মহিলা কনস্টেবলও রয়েছেন। সূত্রের খবর, পুলিশের গাড়িতে আগুন জ্বালানো ছাড়াও পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। এভাবে হিংসা ছড়ানোর অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পাটনা পুলিশ।

আরও পড়ুন-মাদার টেরিজার জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট পাটনার ইন্দ্রপুরী এলাকায় একটি গাড়ির ভিতরে ২ শিশুর দেহ উদ্ধার হয়। এক সপ্তাহ পরেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পাটনা পুলিশ। এর পরেই পুলিশের ওপর জনরোষ আছড়ে পড়েছে। পাটনার (সেন্ট্রাল) এসপি দীক্ষা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় শিশুহত্যায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে কিছু মানুষ রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গেলে জনতা হিংস্বাত্মক হয়ে ওঠে । পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য দিকে পাথরও ছোড়া হয়। হেনস্থার শিকার হন খোদ পুলিশ সুপারও। কিন্তু এরপরেও প্রশ্ন উঠছে শিশুমৃত্যুর মত এমন স্পর্শকাতর ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে। কেন এতদিন পরেও অভিযুক্ত পুলিশের নাগালে এল না এই নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Latest article