রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, নিয়োগে আপত্তি আচার্য বোসের

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Must read

প্রতিবেদন : রাজ্যপালের টালবাহানার জন্য এখনও ঝুলে রয়েছে ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি। সুপ্রিম কোর্ট রাজ্যপালের কাছে জানতে চেয়েছিল কেন এই ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তিনি। এরপর রাজ্যপালের তরফে আইনজীবী বৃহস্পতিবার জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগ নিয়ে আপত্তি আছে রাজ্যপালের। আপত্তির কারণগুলো পেনড্রাইভের পাসওয়ার্ড-সহ বিচারপতি ইউ ইউ ললিতের কাছে পাঠানো হবে। এরপর সেই অভিযোগ খতিয়ে দেখবেন ললিতের নেতৃত্বাধীন কমিটি। এদিন এমনটাই জানিয়েছেন বিচারপতি সূর্যকান্ত। গ্রীষ্মের ছুটির পর আবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন-কুমন্তব্য, বিজেপির মন্ত্রীকে সুপ্রিম ভর্ৎসনা

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই কারণে তাঁকে সুপ্রিম-রোষেও পড়তে হয়েছে। রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যতের সুরক্ষায় তাঁরা কোনও আপস করবেন না, আগেই জানিয়ে দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত। রাজ্যপাল তথা আচার্য যদি দ্রুত এই নিয়োগ না করেন তাহলে সুপ্রিম কোর্টই নিয়োগ সম্পন্ন করবে, জানান বিচারপতি সূর্যকান্ত। তার পরও নিজের অবস্থান বদল করেননি রাজ্যপাল।

Latest article