কমনওয়েলথ গেমসে সোনা জয় বাংলার অচিন্ত্যর, গর্বের মুহূর্ত বললেন মুখ্যমন্ত্রী

Must read

কমনওয়েলথ গেমসে সোনার পদক জয় বাংলার ছেলে অচিন্ত্য শিউলির (Achinta Sheuli)। ভারোত্তোলনে সোনা জয় অচিন্ত্যর। ভারোত্তোলনে ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জয় করলেন তিনি। এবারের গেমসে অচিন্ত‍্যই প্রথম বাঙালি যিনি কমনওয়েলথে সোনা জিতলেন। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর বাংলার ছেলে অচিন্ত্য শিউলিকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠক

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের সকলের জন্য সত্যিই একটি গর্বের মুহূর্ত কারণ পশ্চিমবঙ্গের ছেলে অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমস ২০২২-এ তৃতীয় স্বর্ণপদক জিতেছে৷ তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার সাফল্য দেশের অগণিত মানুষের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।”

একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন অচিন্ত্য (Achinta Sheuli)। রবিবার কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে স্ন্যাচিংয়ে রেকর্ড গড়লেন অচিন্ত্য। প্রথম চেষ্টায় তুললেন ১৩৭ কিলো। পরের বার তুললেন ১৪০ কিলো এবং শেষ বার তুললেন ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়লেন অচিন্ত্য। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কিলো। পরের বার ১৭০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমসে রেকর্ড গড়েন বাংলার অচিন্ত‍্য, মোট তুললেন ৩১৩ কিলো।

Latest article