প্রতিবেদন : প্রয়াত কেরালার (Kerala) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম (CPIM) নেতা ভিএস অচ্যুতানন্দন। সোমবার দুপুরে তিরুঅনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-শুধু শরতে নয়, দুর্গা দর্শন সারা বছরই, ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাংলায় এবার তৈরি হবে দুর্গাঙ্গন
এক্স হ্যান্ডেলে তৃণমূল নেত্রী লিখেছেন, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কমিউনিস্ট নেতা ভিএস অচ্যুতানন্দনের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি আমি সমবেদনা জানাই। প্রবীণ নেতার মৃত্যু জনজীবনে শূন্যতা তৈরি করবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অচ্যুতানন্দন। মৃত্যুকালে তাঁর বয়স ১০১ বছর।